দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
“জাতির পিতার সম্মান রাখবো মোরা অম্লান” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পটুয়াখালীর দশমিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদী সভা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস’র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ুম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবু জাফর, ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ জসিম প্রমুখ। উক্ত মানববন্ধন ও প্রতিবাদ এবং আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের সাথে জড়িতদের দৃস্টান্ত মূলক শাস্তির দাবি করেন।