যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় রিকন নামে বরিশালের এক যুবক নিহত

0
482

স্টাফ রিপোর্টার : যশোর-মাগুরা মহাসড়কে পরিবহনের ধাক্কায় মাসুদ রানা রিকন(২৫) নামে মটর সাইকেল চালক এক যুবক নিহত হয়েছে৷ আজ রোববার সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলার হুদা রাজাপুর মোড় এলাকায় দুঘটনাটি ঘটে৷ নিহত মটর সাইকেল চালক বরিশাল জেলার গৌরনদী থানা এলাকার বাড়তী বাজার গ্রামের সামসুল হকের ছেলে৷ স্থানিয় ও পুলিশ সুত্রে জানাযায়,রোববার সকালে পালছার মটর সাইকেল যোগে যশোর মাগুরা মহাসড় হয়ে যশোর আসছিলো৷ পথিমধ্য হুদা রাজাপুর মোড় এলাকায় পৌছালে পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়৷ স্থানিয় লোকজন উদ্ধার করে দুপুর ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে৷ হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক সোহানুর রহমান সোহাগ মৃৃৃৃত ঘোষনা করে মর্গে পাঠান৷ তিনি বলেন হাসপাতালে আনার আগেই মারা গেছে৷ বারো বাজার হায়ওয়ে থানার উপ-পরিদর্শক(এস আই) শাহা আলম সড়ক দুঘটনার সত্যতা নিশ্চিত করেন৷ কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহম্মাদ মনিরুজ্জামান বলেন বিষয় টি হয়ওয়ে পুলিশ দেখছে৷ হাসপাতাল মর্গে হায়ওয়ে পুলিশ এস আই শাহা আলম আছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here