খাবার চাইলে মারপিট, দুই ছেলের বিরুদ্ধে যশোর আদালতে মায়ের মামলা

0
286

স্টাফ রিপোর্টার : ছেলেদের কাছে খাবার চাইলে দেয়না। ছেলের স্ত্রীরা মারপিট করে। এমতাবস্তায় স্বামীকে নিয়ে অনাহারে দিনকাটছে চৌগাছা উপজেলার সলুয়া গ্রামের হাফিজুরের স্ত্রী জোহরা বেগম। কুলকেনারা হারিয়ে সবশেষে সোমবার আদালতে মামলা করেছেন তিনি। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিষয়টি আমলে নিয়ে দুই ছেলের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা হলেন জোহরার দুই ছেলে লিটন ও ইব্রাহীম।
মামলায় বাদী উল্লেখ করেন, তার দুই ছেলে একই বাড়িতে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করে। গত ছয়মাস হলো তারা বৃদ্ধ জোহরা ও তার স্বামী হাফিজুরের কোনো খোঁজ রাখেনা। এমনকি ভরণ পোষন কিছুই দেয়না। ফলে বাদী তার স্বামীকে নিয়ে অনাহারে বসবাস করছেন। সর্বশেষ গত ১৩ ডিসেম্বর বিকেলে অসহায় মা জোহরা তার ছেলেদের কাছে খাবারের আকুতি জানায়। প্রতি উত্তরে ছেলেরা বলে খাবার-কাপড় কিছুই দিতে পারবেন না তারা। এসময় ছেলেদের স্ত্রীরা জোহরা বেগমকে বেধরক মারপিট শুরু করে। পরে জোহরা বাধ্য হয়ে আদালতের আশ্রয় নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here