বেনাপোল প্রতিনিধি:-জলরাশিতে ভরা সবুজের বুক চিরে বয়ে চলা সরু খালের পাশে যশোরের শার্শার আমড়াখালির নির্জন পল্লিতে গড়ে উঠেছে মাইজভান্ডারি দায়রা শরীফ। ব্যাতিক্রমি আয়াজনে তরিকায়ে মাইজভান্ডারির প্রায়াত চার সদস্যের মাগফিরাত কামনায় অনুষ্ঠিত হয় কোরআন শরীফ তেলওয়াত দোয়া আলোচনা ও সতির্থদের মধ্যে অন্নসেবা। সন্ধায় ভান্ডার শরীফের সদশ্যরা সৃষ্টির রহশ্যচর্চা ও ভান্ডারী সংগীত পরিবেশন করেন।
প্রায়ত কামাল ভান্ডারী ফকির মজনুর রহমান মাইজভান্ডারি মুজিবুর রহমান মাইজভান্ডারি ফজলুর রহমান মাইজভান্ডারির উপর জীবনাদর্শ ও মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা করা হয়। দিঘির পাড় আমড়াখালী কাগজপুকুর পান্তাপাড়া সহ বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে শতশত ভক্ত সুধী ও আমন্ত্রিত অনুষ্টানে অংশ গ্রহন করেন।এ সময় ভান্ডারী সতির্থদের মিলন মেলায় পরিনত হয়।
২০১৪সাল থেকে শুরু হওয়া এই মহাকুলখানী প্রতিবছর ১২ই ডিসেম্বর পালিত হয়। সকাল থেকেই বাড়তে থাকে ভক্ত সমাগম বেলা ১১টায় কোরআন শরীফ তেলওয়াত ১২টায় দোয়া অনুষ্ঠান ২টায় অন্নদান। উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি আঃ গফফার সহ সাংবাদিক সাহাজান সবুজ,এম এ রহিম,আলী হোসেন,রাকিব হোসেন,আব্দুল জব্বার প্রমুখ।
অনুষ্ঠানটি সার্বিক ব্যাবস্থাপনা আঃ ছাত্তার ভান্ডারী,সহযোগিতায় ছিলেন ইব্রাহিম কামরুল হাফিজুর মিঠু আবুবকর ছিদ্দিক মুনশি সেরু প্রমুখ।