স্টাফ রিপোর্টার : যশোরে মাদক মামলায় এক ব্যক্তির দুই বছরের সশ্রম কারাদন্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২য় আদালত) আয়শা নাসরীন এ আদেশ দেন। সাজাপ্রাপ্ত পলাতক আসামি হাফিজ আলী খুলনা জেলার খানজাহান আলী থানার গিলাতলা গ্রামের আব্বাস আলীর ছেলে।
এরআগে ২০০৯ সালের ১৪ অক্টোবর যশোরের শার্শা উপজেলা বেনাপোল পোর্ট থানা এলাকার বড় আচড়া গ্রামের বটতলা এলাকায় মাদক বিরোধী অভিযানে বিজিবি সদস্যের হাতে ৩০ পিছ ফেনসিডিল সহ আটক হয় হাফিজ। এ ঘটনায় বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার হারুন অর রশিদ বাদী হয়ে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন। আদালত সোমবার এ মামলার রায় ঘোষনা করে একই সাথে আসামির প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করে ।