মহান বিজয় দিবস স্মরণে যশোর সরকারী মহিলা কলেজের আয়োজন

0
456

স্টাফ রিপোর্টার : যশোর সরকারি মহিলা কলেজে নানা আয়োজনের মধ্যদিয়ে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল সাড়ে আটটায় বিজয়স্তম্বে পুস্পমাল্য অর্পণ, দশটায় শিক্ষার্থীদের অনলাইন কুইজ প্রতিযোগিতা ও সকাল ১১ টায় আলোচনা সভা শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আহসান হাবীব। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ ড. মিয়া আব্দুর রশিদ, শিক্ষক পরিষদের সম্পাদক হুমায়ুন কবীর ও উদযাপন কমিটির আহ্বায়ক শেখ আব্দুল হান্নান। প্রধান অতিথি অধ্যক্ষ ড. মুহাম্মদ আহসান হাবীব বলেন, নয় মাস রক্তক্ষয়ী সংগ্রামের পর আমরা স্বাধীনতা অর্জন করেছি। ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছেন। অথচ বর্তমানে স্বাধীনতাবিরোধী জঙ্গি ও সন্ত্রাসী গোষ্ঠী এ দেশের স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত করার চেষ্টা করছে। তাদের তীব্র সমালোচনা করেন পাশাপাশি ঐক্যবদ্ধ হয়ে অপশক্তি রুখতে সকল শিক্ষক ও শিক্ষার্থীকে সজাগ থাকার আহবান জানান তিনি। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী অধ্যাপক আব্দুস সালাম। আলোচনা শেষে শিক্ষার্থী দিবা নওশীন, তাসমিন জাহান, সামিয়া নাসরীন ও মোমেনা খাতুনের হাতে পুরস্কার তুলে দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here