নড়াইলে আওয়ামীলীগের বিশাল বিজয় মিছিল

0
406

নড়াইল প্রতিনিধি: ১৯৭১ এর মহান স্বাধীনতা আন্দোলন সহ অর্জিত সকল বিজয়কে স্বাগত নড়াইলে আওয়ামীলীগের বিজয় মিছিল ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে ১৯৭১ এর মহান স্বাধীনতা আন্দোলন সহ অর্জিত সকল বিজয়কে স্বাগত জানিয়ে নিজাম উদ্দিন খান নিলু ভাইয়ের নেতৃত্বে নড়াইলে আওয়ামীলীগের বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে জেলা আওয়ামীলীগ,নড়াইলের আয়োজনে বিজয় মিছিলটি নড়াইল ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকার বঙ্গবন্ধু মঞ্চ চত্বরে এসে শেষ হয়।
পরে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোসের সভাপতিত্বে ঐ স্থানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ,জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলূ। সভা পরিচালনা করেন জেলা আওয়ামীলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হাফিজ খান মিলন।
এ সময় জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রাবেয়া ইউসুফ, সাধারন সম্পাদক ইসমত আরা, নড়াইল পৌরসভার মেয়র পদপ্রার্থী নারী নেত্রী আঞ্জুমান আরা , জেলা যুবলীগের আহবায়ক ওহিদুজজ্জজামান, জেলা মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম, আশিকুর রহমান মিকু, নড়াইল ফরহাদ হোসেন, জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারন সম্পাদক এস,এম, পলাশ,জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহরিয়ার মীম, সাধারন সম্পাদক মোঃ রকিবুজ্জামান পলাশ সহ জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ,উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামীলীগসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here