যশোরে ডিসি অফিস ও পুলিশ বিভাগে চাকরি দেওয়ার নামে বিশ লাখ টাকা আত্মসাত ও জাল নিয়োগ পত্র প্রদানের অভিযোগে যশোর আদালতে মামলা

0
330

স্টাফ রিপোর্টার : যশোরে ডিসি অফিস ও পুলিশ বিভাগে চাকরি দেওয়ার নামে বিশ লাখ টাকা আত্মসাত ও জাল নিয়োগ পত্র প্রদানের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার মামলাটি করেছেন যশোর শহরের শংকরপুর এলাকার মৃত শুকুর আলী খানের ছেলে আজিম আলী খান। মামলায় যশোর সদর উপজেলার করিচিয়া গ্রামের মৃত হোসেন আলীর মেয়ে সুফিয়া খাতুন লিপিকে আসামি করা হয়েছে। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ বিষয়টি আমলে নিয়ে পিবিআই যশোরকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন।
মামলায় বাদী উল্লেখ করেন, লিপির সাথে তার আত্বীয় সম্পর্ক। এর জের ধরে লিপি তাকে জানায়, বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তাদের সাথে তার ভালো সম্পর্ক। ফলে যে কাউকে টাকার বিনিময়ে তিনি চাকরিতে নিয়োগ দিতে পারবেন। লিপির প্রলোভনে পরে আজিম তার ছেলে আসিফুজ্জামানকে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ে এম এল এস এস পদে নিয়োগের জন্য ২০১৮ সালের শেষের দিকে ১০ লাখ টাকা দেন। কয়েকদিন পর বাদীর আরেক ছেলে আশিকুজ্জামানকে পুলিশ কন্সটেবল পদে নিয়োগের জন্য আরো ১০ লাখ টাকা নেন লিপি। কিন্তু এখনো পর্যন্ত চাকরি দিতে পারেন নি লিপি। এরমাঝে চাকরির জন্য চাপ দিলে লিপি ২০১৯ সালের ৮ মার্চ যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের একটি জাল নিয়োগপত্র প্রদান করেন। ওই নিয়োগপত্র নিয়ে জেলা প্রশাসকের নেজারত শাখায় নিয়ে গেলে তারা জানান এটি জাল। এরপর থেকে লিপি আজিম খানকে এড়িয়ে চলে। নিয়োগের টাকা ফেরত চাইলে তালবাহানা করতে থাকে। সর্বশেষ চলতি বছরের ১১ ডিসেম্বর লিপি আজিমকে জানিয়ে দেন পাওনা টাকা ফেরত দেবেনা। এছাড়া এবিষয়ে বাড়াবাড়ি করলে আজিম সহ তার পরিবারের সদস্যদের খুন গুমের হুমকি দেন। পরে বাধ্য হয়ে আজিম আদালতে মামলা করেন। আদালত পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here