করোনামুক্ত কৃতি

0
509

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন করোনামুক্ত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর নিজেই জানিয়েছেন। টুইটারে বিএমসি (ব্রিহানমুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশন) কর্তৃপক্ষ ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন এ নায়িকা। শুভ কামনার জন্য অনুরাগীদেরও ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি। কৃতি সম্প্রতি রাজকুমার রাওয়ের সঙ্গে একটি সিনেমার শুটিং শেষ করেন পাঞ্জাবের চণ্ডীগড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে কৃতি একটি পোস্ট দিয়ে জানিয়েছিলেন, তার শুটিং শেষ হয়েছে এবং বাড়ির পথে রওনা দিয়েছেন। এরপরই খবর আসে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। খবরে বলা হয়, ৬ ডিসেম্বর তার করোনা-পরীক্ষার ফল পজিটিভ আসে।
তবে ৯ ডিসেম্বর ইনস্টাগ্রামে কোভিডে আক্রান্ত হওয়ার আনুষ্ঠানিক বিবৃতি দেন কৃতি। কৃতি শ্যাননকে আগামীতে ‘মিমি’ সিনেমায় দেখা যাবে। এতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি ও সাই তমহঙ্কর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here