বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় অসহায় দুঃস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। ‘ইচ্ছে শক্তি’ নামে একটি স্বেচ্ছসেবী সংগঠনের পক্ষ থেকে শতাধিক ব্যক্তির মাঝে এ শীত বস্ত্র বিতরণ করা হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে বুধবার উপজেলার ইন্দ্রা বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়। বীর মুক্তিযোদ্ধা শহিদুল্লাহ খন্দকার ও খন্দকার সমাজকল্যাণ নেটওয়ার্কের আর্থিক সহযোগিতায় ইন্দ্রা, মালঞ্চি, সদুল্যাপুর গ্রামের শতাধিক ব্যক্তির মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
সাবেক ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান মুনের পরিচালনায় কম্বল বিতরনের উদ্বোধন করেন ইঞ্জিঃ খন্দকার মেহেদি হাসান। এ সময় উপস্থিত ছিলেন, হালিম বিশ্বাস, শরিফুল ইসলাম, জাকির হোসেন, ইলিয়াস মোল্যা, ডাঃ হাফিজুর রহমান, মুকুল খন্ডকার, শামীম শিকদার, মোর্ত্তজা এলাহি, তুহিন রানা, সোহাগ হোসেন, সাগর আহম্মেদ, ইমাম হাসান প্রমুখ।