বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সভায় নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা

0
373

বাঘারপাড়া(যশোর) থেকে আজম খাঁন : বাঘারপাড়া প্রেসক্লাবের সাধারণ সভায় বাঘারপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচনে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ভিক্টোরিয়া পারভীন সাথীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
শুকবার দুপুরে প্রেসক্লাবের সভাপতি ইকবাল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় বার্ষিক আয় ব্যায়, উন্নয়ন ও প্রেসক্লাবের অভ্যন্তরীন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২০২২ সালে বাঘারপাড়া প্রেসক্লাবের চার দশক পূর্তি পালন নিয় নানা বিষয় আলোচনা অনুষ্ঠিত হয়। সভা চলাকালে নবাগত বাঘারপাড়া উপজেলা চেয়ারম্যান ভিক্টারিয়া পারভীন সাথী সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় তাকে বাঘারপাড়া প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা চেয়ারম্যান সাথীর সাথে উপস্তিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের যুগ্ম আহাবায়ক পৌর কাউন্সিলর জুলফিক্কার আলী জুলাই, হান্নান হোসেন প্রমুখ। প্রেসক্লাবের সভায় উপস্তিত ছিলেন ক্লাবের, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক সাধারণ সম্পাদক ফরিদুজ্জামান, চদন দাস, সাংবাদিক লক্ষণ চদ্র মন্ডল, আজম খাঁন, আজিজুল ইসলাম, আব্দুর রব মিয়া, শাহজাহান সাজু, মোজাফ্ফর হোসেন, প্রদীপ বিশ্বাস, সাঈদ ইবনে হানিফ, রাকিব হোসেন, তরুন মন্ডল, শামীম রেজা, এমএ আওয়াল, আহাদ আলী প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here