বিনোদন ডেস্ক : বর্তমানে কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন চলতি প্রজন্মের অভিনেত্রী শবনম ফারিয়া। এদিকে কদিন আগেই স্বামীর সঙ্গে বিচ্ছেদও হয়েছে তার। বিষয়টি একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সবাইকে জানান ফারিয়া। এখন কেমন চলছে দিনকাল? কাজই বা কেমন চলছে? উত্তরে এ অভিনেত্রী বলেন, নাটকের কাজ করছি নিয়মিত। কিন্তু আগের থেকে অনেক কমিয়ে দিয়েছি। আপনি তো বড় পর্দাতেও কাজ করেছেন। ‘দেবী’র পর আর সিনেমায় দেখা যায়নি। সামনে কী চলচ্চিত্রে দেখা যাবে? ফারিয়া উত্তরে বলেন, আমি নিজেও অপেক্ষা করছি পরবর্তী সিনেমা করার জন্য।
‘দেবী’র সাড়া খুব ভালো পেয়েছিলাম। এরপর আমার প্রতি দর্শকদের প্রত্যাশা বেড়ে গেছে। এরপর আর তেমন প্রস্তাব পাইনি। তাই ছবিতেও কাজ করা হয়নি। খুব ভালো না হলে আমারও সিনেমায় কাজের ইচ্ছা নেই। কোন ধরনের গল্পে কাজ করতে আগ্রহী আপনি? ফারিয়া বলেন, এক কথায় ভালো গল্পে কাজ করতে চাই। সপরিবারে দেখা যায় এমন গল্পে। আমি যেমন সিনমো দেখি সেরকম সিনেমায় সুযোগ পেলে করবো। ছোট না বড়পর্দায় থিতু হতে চান? সামনের পরিকল্পনা কী? ফারিয়া বলেন, অভিনয়টাকে যেহেতু পেশা হিসেবে নিয়েছি এটাই করে যেতে চাই। সেটা নাটক হোক সিনেমা হোক যে কোনো মাধ্যমেই হতে পারে। কোনো মাধ্যমে আটকে থাকতে চাই না। এদিকে কিছুদিন আগে ঘর ভেঙেছে এ অভিনেত্রীর। এ প্রসঙ্গ তুলতেই ফারিয়া বলেন, এটা আসলে ব্যক্তিগত বিষয়। আমি কখনওই ব্যক্তিগত ব্যাপারে কথা বলি না, বলতে চাইও না। যতটুকু মিডিয়ায় জানানো দরকার ততটুকু ইতোমধ্যে জানিয়েছি। এর বাইরে কিছু বলার নেই। শবনম ফারিয়া টেলিভিশন বিজ্ঞাপনে কাজের মাধ্যমে বিনোদন অঙ্গনে প্রবেশ করেন। ২০১৩ সালে ‘অল টাইম দৌড়ের উপর’- নাটকে অভিনয়ের মাধ্যমে নাট্যাঙ্গনে পা রাখেন। ২০১৮ সালে ‘দেবী’ দিয়ে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে। বর্তমানে এনটিভির ধারাবাহিক ‘ফ্যামিলি ক্রাইসিস’-এ অভিনয়ের জন্য বেশ প্রশংসিত হচ্ছেন এ অভিনেত্রী।