মাঝ দরিয়ায় নাচলেন রচনা

0
533

বিনোদন ডেস্ক : সৌন্দর্য আর ফিটনেসে যেকোনও বর্তমান প্রজন্মের নায়িকাদের টেক্কা দেওয়ার ক্ষমতা রাখেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়। তারই ঝলক দেখালেন আবারো তিনি। মাঝ দরিয়ায় স্টিমারে উঠে জমিয়ে নাচলেন এই অভিনেত্রী। শুক্রবার নিজের ইনস্টাগ্রামে এমনই একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। ‘ফিল ইট রিল ইট’ গানের সঙ্গে রচনার এই নাচ নিমেষে নেট দুনিয়ায় ভাইরাল। ভিডিওতে দেখা যায়-পরনে সাদা জিন্স, উপরে ক্রপ টপ তার। সম্প্রতি ৪৬ বছরের জন্মদিন উদযাপন করেছেন রচনা। অভিনয়ের পাশাপাশি গত ১০ বছর ধরে ‘দিদি নম্বর ১’-এর সঞ্চালিকা হিসাবে ভীষণই জনপ্রিয়তা পেয়েছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here