যশোরে তিনদিনব্যাপী বঙ্গবন্ধুর চিত্র প্রদর্শনীর শুরু

0
297

স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলে যশোর শিল্পকলা অ্যাকাডেমিতে তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। গতকাল শুক্রবার এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য এ চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ভারতের সাথে আমাদের সম্পর্ক অর্থনৈতিক, রাজনৈতিক বা কূটনৈতিক নয়। রক্তের বন্ধনে আবদ্ধ আমাদের বন্ধুত্ব। ভারত আমাদের পরীতি বন্ধু। এ সম্পর্ক নষ্ট হওয়ার নয়। বিশ্বের অধিকাংশ দেশ যখন বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করেনি; তখন কিন্তু ভারতের আপামর জনগণ বিশ্ব মোড়লদের চোখরাঙানিতে ভীত হয়নি। বাংলাদেশিরা এটা আজীবন স্মরণ রাখবে।
অনুষ্ঠানে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়না বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধুমাত্র বাংলাদেশের নেতা নন; তিনি এই দুই দেশেরই হিরো।
বাংলাদেশস্থ ভারতীয় দূতাবাসের ইন্ধিরা গান্ধী কালচারাল সেন্টারের উদ্যোগে এ চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। দেশের চারটি স্থানে এ প্রদর্শনী হবে।
খুলনা বিভাগের প্রদর্শনীটি যশোরে অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে দেশের প্রতিশ্রুতিশীল চিত্রশিল্পীদের আঁকা বঙ্গবন্ধুর ৩০টি চিত্র স্থান পেয়েছে। আগামী রবিবার এ চিত্র প্রদর্শনী শেষ হবে।
ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার রাজেশ রায়নার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যশোরের জেলা প্রশাসক মো. তমিজুল ইসলাম খান, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকালাদার রেন্টু, যশোর রামকৃষ্ণ আশ্রমের অধ্য জ্ঞান প্রকাশনন্দ মহারাজ, শিল্পকলা অ্যাকাডেমির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here