নিজস্ব প্রতিবেদক : যশোরে শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করেছে যশোর ক্যান্টনমেন্ট কলেজের ৯৪ ব্যাচের মানবিক শাখার শিক্ষার্থীদের সংগঠন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ১৯৯৪।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে যশোর কালেক্টরেট স্কুলে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান।
এসময় উপস্থিত ছিলেন, যশোর ক্যান্টনমেন্ট কলেজের বাংলা বিভাগের শিক্ষক সৈকত শাহারিয়ার, ভুগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক নেছার আহমেদ ফারুক, জীব বিজ্ঞান বিভাগের শিক্ষক সৈয়েদা রেশমা শারমিন, যশোর কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক মোদাচ্ছের হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্য কবির উদ্দিন আহমেদ শিমুল, তাবাসসুম তাহিরা মৌসুমি, শাহরিয়ার হক রিফাত, কাজী আশরাফুল আজাদ, হবিবুর রহমান লেন্টু, মনিরুজ্জামান, হারুন অর রশিদ প্রমুখ।
ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ১৯৯৪ এর সদস্যদের আর্থিক সহায়তায় যশোরের তিন শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতারণ করা হয়। এর আগে শীতার্তদের মাছে মাক্স বিতরণ করেন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের সদস্যরা। নবীন এই সংগঠনটি ভবিষ্যতে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সদস্যরা।