স্টাফ রিপোর্টার : যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) দ্বি-বার্ষিক সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব যশোর মিলনায়তনে ১৯ ডিসেম্বর শনিবার সকালে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধনী পর্বে প্রধান অতিথি সংসদ সদস্য শাহিন চাকলাদার বলেন, সাংবাদিকরা বরাবরই বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আগামীতেও নিরপেক্ষ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে কাজ করতে সাংবাদিকদের আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, যশোরের সাংবাদিকতার মান অনেক উন্নত। ঢাকার পরেই যাদের অবস্থান। যশোরে সাংবাদিকতার এ মান ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে আরওআন্তরিক হওয়া আহ্বান জানান তিনি।
সভাপতিত্ব করেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল। বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু।
শুভেচ্ছা বক্তব্য দেন যশোর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মজিদ ও বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব সাকিরুল কবির রিটন।
সঞ্চালনা করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
এদিকে সকালে সাধারণসভার সাংগঠনিক অধিবেশনে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন জেইউজে’র সভাপতি সাজেদ রহমান বকুল।
সাংগঠনিক প্রতিবেদন উপস্থাপন করেন জেইউজে’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলন।
আয়-ব্যয়ের হিসেব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মারুফ কবীর।
মুক্ত আলোচনায় অংশ নেন প্রবীণ সাংবাদিক রুকুনউদ্দৌলাহ, আমিনুর রহমান মামুন, সাজ্জাদ গণি খান রিমন, আব্দুল ওয়াহাব মুকুল, ফারাজী আহমেদ সাঈদ বুলবুল, এসএম তৌহিদুর রহমান, এইচআর তুহিন, গোপী নাথ দাস, মনিরুল ইসলাম, ইন্দ্রজিৎ রায়, উজ্জ্বল বিশ্বাস ও এমএ রাজা।
উপস্থিত ছিলেন জেইউজে’র সহ সভাপতি প্রণব দাস, যুগ্ম সম্পাদক রেজাউল করিম রুবেল, জেইউজে নির্বাহী সদস্য শফিক সায়ীদ ও জিয়াউল হকসহ সদস্যবৃন্দ।