সিঙ্গেলই ভালো!

0
473

বিনোদন ডেস্ক : মারজিয়া কবির সনিকা। তিনি ডিজে সনিকা নামেই পরিচিত। দেশের আলোচিত ও জনপ্রিয় নারী ডিজে। বিভিন্ন উৎসব ও কনসার্টে নিয়মিত ডিজে পরিবেশন করে পেয়েছেন দারুণ পরিচিতি। যদিও এই করোনা মহামারিতে ডিজে শো তেমন একটা আয়োজন হচ্ছে না। এদিকে ডিজেগিরির পাশাপাশি গানও করেন সনিকা। মাঝেমধ্যেই নিজের নতুন গান প্রকাশ করেন। তারই ধারাবাহিকতায় শিগগিরই প্রকাশ পেতে যাচ্ছে তার নতুন গান।
চ্যানেল আই থেকে তার নতুন গান প্রকাশ পেতে যাচ্ছে। সনিকা বর্তমানে একজন সিঙ্গেল মাদার। তার একটি কন্যা সন্তান রয়েছে। তবে সিঙ্গেল জীবনটা বেশ ভালোই নাকি উপভোগ করছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তেমনটাই জানিয়েছেন তিনি। ডিজে সনিকা লিখেন, কিছু সময় আমি সিঙ্গেল জীবনকে ঘৃণা করি। মাঝেমধ্যে মনে হয় একজন প্রেমিক দরকার! কিন্তু তারপর আমি আমার অতীতের কষ্টের দিনগুলোর কথা ভাবি। আমি আবার আঘাত পেতে চাই না। অনেক সয়েছে এ হৃদয়। সিঙ্গেলই ভালো। এভাবেই ভালো আছি। তারপরও হয়তো কোনোদিন আল্লাহ্‌ আমার জন্য সঠিক একজন মানুষ পাঠাবেন। আল্লাহ্‌ আমাকে অতীতের খারাপ দিনগুলো ভুলিয়ে দেবেন। আল্লাহ্‌ আমার হৃদয়কে আবার ভালোবাসার জন্য তৈরি করে দেবেন। হয়তো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here