শহিদুল ইসলাম দইচ: যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ প্রযুক্তি ব্যবহার করে ২৭টি চাঞ্চল্যকর মামলার প্রকৃত কারণ উৎঘাটন এবং ঘটনার সাথে জড়িতদের আটক করতে পেরেছেন। এবং প্রতিটি মামলার আসামি আটকের পর সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করলে সেখানে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তারা । এসময় বিপুল পরিমান অস্ত্র-গুলি ,বোমা, মাদকদ্রব্য উদ্ধার করে ডিবি পুলিশ।
গোয়েন্দা পুলিশের ওসি সোমেন দাশ বলেন, জুলাই মাসে মনিরামপুর উপজেলায় ইজিবাইক চালককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা । প্রতারক চক্র এক ব্যক্তির নিকট থেকে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। একজন ভুয়া সচিব প্রতারণা করে বহু লোকের টাকা আত্মসাতের ঘটনা ঘটে। অভয়নগর উপজেলায় ইজিবাইক চালককে চেতনানাশক ওষুধ খাইযে অজ্ঞান করে ঘরের মধ্যে আটক রেখে ইজবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটে। আগস্ট মাসে মনিরাপুরে উপজেলায় বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে, ঝিকরগাছা উপজেলায় ডাকাতি ঘটনা , যশোর শহরের ইউসিবিএল ব্যাংকের সামনে থেকে বোমা ফাটিয়ে ব্যবসায়ির দশ লাখ টাকা ছিনতাই ও মনিরামপুর উত্তরপাড়া কাঁচা রাস্তার উপর যুবককে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যার ঘটনা- এগুলি সবই ক্লু লেস মামলা।
জেলার গোয়েন্দা পুলিশ মামলার তদন্তভার গ্রহণ করে প্রতিটি মামলার প্রকৃত কারণ উৎঘাটন ও ঘটনার সাথে জড়িতদের আটক করতে সক্ষম হয়।
এছাড়া যশোর শহরের সিঅ্যান্ডবি রোডে শ্রমিক মান্নাত হত্যার ঘটনা, অভয়নগর উপজেলার শুভরাড়া গ্রামে আল-মামুন আকুঞ্জিকে গুলি করে হত্যার ঘটনায় প্রযুক্তি ব্যবহার করে আসামিদের দেশের বিভিন্ন জেলা থেকে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা ।
এ ছাড়া মনিরাপুরে রফিক হত্যা মামলা, অভয়নগরে কলেজ ছাত্র বাবু হত্যা মামলা ,ভারতের বনগাঁয়ে আসমা হত্যা মামলা ,চৌগাছায় বস্তাভর্তি লাশ উদ্ধার মামলা ,যশোর সদরে চিঠি দিয়ে চাঁদাবাজির ঘটনা, অভয়নগরে ইজিবাইক চোর চক্র আটক, যশোর সদরে ডলার প্রতারক চক্র শনাক্ত ও আটক, ভুয়া সচিব গ্রেফতারসহ মাদক ও অস্ত্র আইনে অনেক মামলার প্রকৃত কারণ উৎঘাটন ও জড়িতদের আটক করতে সক্ষম হয়।
জানতে চাইলে যশোর জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশ বেশ সফলতা দেখাতে পেরেছে। অন্যান্য জেলার থেকে যশোর ডিবি পুলিশের কর্মতৎপরতা অনেক বেশি।
এক প্রশ্নের জবাবে এসপি বলেন,যশোর গোয়েন্দা (ডিবি) পুলিশী কর্মতৎপরতায় অবস্যই পুলিশ বিভাগের ভাবমুত্তি বৃদ্ধি পাচ্ছে। মানুষের জান মালের নিশ্চয়তা পুলিশ দিতে পারলে পুলিশের সেখানেই আমার সার্থকতা।














