ঝিকরগাছায় মাগুরা ইউনিয়নের ক্যালেন্ডার বিতরণ করলেন মেম্বারপ্রার্থী হাশেম

0
253

মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের (সন্তোষনগর-আশিংড়ী-আংগারপাড়া) ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা শুরু করেছেন মেম্বরপ্রার্থী মোঃ হাসেম আলী। তিনি নিজ ওয়ার্ডের ৩টি গ্রামের ঐতিহ্য (সন্তোষনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়, আংগারপাড়া বহিরামপুর মাধ্যমিক বিদ্যালয় এবং আশিংড়ী বটতলা) তুলে ধরে ৩পাতার ২০২১সালের ক্যালেন্ডার বিতরণ করেছে। রবিবার সকাল হতে সারাদিন ব্যাপী পায়ে হেটে তিনগ্রামের এপ্রান্ত থেকে ওপ্রান্তে প্রতিটি পরিবারের মানুষের নিকট হতে দোয়া ও সমর্থন নিয়েছেন। এসময় তার গণসংযোগে উপস্থিত ছিলেন, ২নং মাগুরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোন্তাজ আলী, সাজু আহমেদ, রাজা, জসীম উদ্দীন সহ আরো অনেকে। এসময় তিনি সংবাদকর্মীদের জানান, মেম্বর পদে জয়লাভ করলে এলাকার মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত করবেন তিনি তার আশাবাদ ব্যক্ত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here