স্টাফ রিপোর্টার : যশোরের ঝিকরগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণের শুভ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র বাংলাদেশের প্রতিটি নাগরিকের প্রাপ্য। দেশের কোন প্রকার সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত হতে হলে অবশ্যই এটা দরকার হবে। স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র ব্যতীত কেউই দেশের নাগরিক হতে পারবে না। এরই জন্য সকলকেই নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে হবে।
ঝিকরগাছা পৌরসভা মেয়রের আয়োজনে ২০১৯সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নাগরিকদের পৌর চত্ত্বরে রবিবার সকাল ১০টায় স্মার্ট কার্ড বা জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিসার অপূর্ব কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, পৌরসভার কাউন্সিলর শরিফুল ইসলাম, কফিল উদ্দিন, আব্দুর রাজ্জাক, নিমাই চন্দ্র ঘোষ, মশিয়ার রহমান, সাইফুল আলম সুজন, উপজেলা নির্বাচন অফিসের অফিস সহকারী আসাদুর রহমান, ডাটা অপারেটর আব্দুল্লাহ আল মামুন, আরফিন রেজা প্রমুখ।