ভেঙে পড়লেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা

0
290

বিনোদন ডেস্ক : ৬ মাস হয়ে গেল বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর। এখনও সেই মৃত্যুশোক থেকে বেরোতে পারেননি তার অনুরাগী ও ঘনিষ্ঠজনরা। সম্প্রতি জি রিশতে অ্যাওয়ার্ডে তাকে একটি বিশেষ ট্রিবিউট দেওয়া হল। সেই অনুষ্ঠানেই সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে প্রয়াত অভিনেতাকে মনে করে ভেঙে পড়লেন। ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে একসঙ্গে অভিনয় করতে করতেই সম্পর্ক শুরু হয় সুশান্ত ও অঙ্কিতার। সেই ধারাবাহিকের টাইটেল ট্র্যাকে এদিন নাচেন অঙ্কিতা লোখান্ডে। এছাড়াও সুশান্তের জনপ্রিয় ছবিগুলির কয়েকটি হিট গানেও নাচতে দেখা যায় তাকে। এত আনন্দ, আলোর মধ্যেও যে কতটা শূন্যতা রয়েছে তা বোঝা যায় যখন অঙ্কিতা সুশান্ত সম্পর্কে কথা বলতে শুরু করেন।
গলা ধরে আসে অঙ্কিতার। চোখে জল নিয়ে তিনি বলেন, এখন প্রতিটা দিন শান্ত কারণ প্রতিটি দিনের মধ্যে সুশান্ত রয়েছে। কখনও ভাবিনি যে প্রতিদিন চাঁদ ও তারার ব্যাপারে কথা বলত, সে নিজেই একদিন চাঁদ তারার সঙ্গে কথা বলতে চলে যাবে। কখনও ভাবিনি যাকে দেখে মানুষ স্বপ্ন দেখা শিখত, তাকে দেখতে পাওয়াই একটা স্বপ্ন হয়ে যাবে। সুশান্ত আজ তোমায় সবাই মনে করছে। আমাদের সম্পর্ক শুধু পবিত্রই নয়, অমর। আমি কখনও ভাবিনি এই দিনটা আসবে আর আমি এগুলো বলব। তোমায় খুব মনে পড়ে সুশান্ত। সেই অনুষ্ঠানেই সুশান্তের অনস্ক্রিন মা ঊষা নাধকরনিও প্রয়াত অভিনেতাকে মনে করে ভেঙে পড়েন। এই অনুষ্ঠানেরই একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেখানে ঊষা দেবীকে সুশান্তের সম্পর্কে বেশ কিছু কথা বলতে দেখা যায়। কথা বলতে বলতেই কেঁদে ফেলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here