মামলা প্রত্যাহার করে নিলেন খোলাডাঙ্গার স্কুল শিক্ষিকা লাকি

0
304

স্টাফ রিপোর্টার : অবশেষে দৈনিক যশোর এর সম্পাদক সহ যশোরের চার সাংবাদিককে নামে দায়ের করা মামলা প্রত্যাহার করে নিলেন সুদখোর লাকি। রোববার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসেনের আদালতে মামলা প্রত্যাহার করে নেন। এর আগে তিনি একই আদালতে মামলা করেছিলেন।

উল্লেখ্য,সুদের কারবার সংক্রান্ত সংবাদ প্রকাশ করায় দৈনিক গ্রামের কাগজ ও দৈনিক যশোরের সম্পাদকসহ সাতজনের বিরুদ্ধে আদালতে করা মামলা করেন যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার শেখ আব্দুস সবুরের স্ত্রী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা জাকিয়া সুলতানা লাকি। লাকির দায়ের করা মামলার চার সাংবাদিকরা হলেন দৈনিক যশোরের প্রকাশক ও সম্পাদক জাহিদ হাসান টুকুন, ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের প্রকাশক ও সম্পাদক মবিনুল ইসলাম মবিন এবং ভারপ্রাপ্ত সম্পাদক আঞ্জুমানারা। অভিযোগ আমলে নিয়ে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুদ্দীন হোসাইন সিআইডি যশোর জোনকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন।
গত ২০ আগস্ট খোলাডাঙ্গার মফিজুর রহমানের মেয়ে আলেয়া সুলতানা তিনি পর-পর দু‘ই-তিনবার আত্মহত্যার চেষ্টা করেন। লাকি বাদেও এই সিন্ডিকেটের উল্লেখযোগ্য অন্য সদস্যরা হলেন শেখ শাহীনের ছেলে রাকিব হাসান ইমন ও মিলন বিশ্বাসের ছেলে সবুজ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here