গভীর রাতে শীতার্তদের মাঝে জেলা প্রশাসকের কম্বল বিতরণ

0
529

স্টাফ রিপোর্টার : পৌষ মাস পড়তে না পড়তেই শীত জেঁকে বসেছে। যশোর শহরেও শীতের তীব্রতায় নাগরিক জীবন হঠাৎই থমকে গেছে যেন। এমন হাড় কাঁপানো শীতের রাতে যশোরের জেলা প্রশাসক অর্ধ শতাধিক অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছেন। শনিবার রাত ১১ টা থেকে সাড়ে ১২ টা পযন্ত তিনি নিজে খুঁজে খুঁজে এই কম্বল বিতরণ করেছেন। শীতার্তদের গায়ে জড়িয়ে দিয়েছেন উষ্ণতার আবেশ।
যশোর রেলওয়ে স্টেশনের প্লাট ফরম ও লাইনের পাশে ঘুমিয়ে থাকা অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। জিআরপি পুলিশের সহায়তায় প্রকৃত অভাবীদের চিহ্নিত করে জেলা প্রশাসক নিজ হাতে তাদের গায়ে কম্বল জড়িয়ে দেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক) মোঃ রফিকুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টর কে এম মামুনুর রশীদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী আতিকুর রহমান এবং মাহমুদুল হাসান, যশোর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ফিরোজ আহমেদসহ জেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এর পর নাজিরশংকরপুরে আশ্রয়ন প্রকল্পে থাকা মানুষদের মাঝেও কম্বল বিতরণ করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here