মাগুরা প্রতিনিধি : ১৬ জানুয়ারি অনুষ্ঠেয় মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদে তিনজন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হচ্ছেন আওয়ামী লীগ দলীয় প্রার্থী বর্তমান মেয়র খুরশিদ হায়দার টুটুল, বিএনপি দলীয় সাবেক মেয়র ইকবাল আকতার খান কাফুর ও ইসলামী অন্দোলন বাংলাদেশের মশিউর রহমান। এছাড়া নয়টি ওয়ার্ডে সংরক্ষিত নারী সদস্যসহ কাউন্সিলর পদে মোট ৫১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল ইসলাম জানান, রোববার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ৫৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন । তার মধ্যে সাধারণ কাউন্সিলর পদে ৪০ জন ও সংরক্ষিত মহিলা পদে ১১ জন রয়েছেন।
মাগুরার পৌরসভার ৩৫ ভোটকেন্দ্রে আগামী ১৬ জানুয়ারি ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হবে। বর্তমানে ৭৬ হাজার ৮৭৫ জন ভোটার রয়েছেন। তার মধ্যে পুরুষ ৩৯ হাজার ২৮০ জন ও নারী ৩৭ হাজার ৫৯৪ জন। এ নির্বাচনে আগামী ২২ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই ও ২৯ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ।














