সুস্থ হয়ে ঢাকায় ফিরলেন ডিপজল

0
503

বিনোদন ডেস্ক : চলচ্চিত্র অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজল এখন সুস্থ আছেন। চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে দুবাই থেকে তিনি দেশে ফিরেছেন। বর্তমান বেশ সুস্থ আছেন এই অভিনেতা। ডিপজল বলেন, আমি এখন সুস্থ আছি। রিং পরাতে হয়নি। ঔষুধের মাধ্যমেই চিকিৎসা চলেছে। পরে আবার ফলোআপপের জন্য যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন।
গত ৭ ডিসেম্বর জানা যায় ডিপজলের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। নিয়মিত চেকআপের অংশ হিসেবে চিকিৎসা নিতে ডিপজল ঢাকা ছাড়েন ১ ডিসেম্বর। তিনি নিয়মিত সিঙ্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিলেও এবার ভিসা জটিলতায় হাসপাতালটির দুবাই শাখায় চিকিৎসা নিয়েছেন। মনোয়ার হোসেন ডিপজল ১৯৮৯ সালে ‘টাকার পাহাড়’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখেন। এরপর অসংখ্য সিনেমায় অভিনয় করেছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here