দ্বিতীয় দিনে পাঁচ ভাটা উচ্ছেদ, ২২ লাখ টাকা জরিমানা

0
283

স্টাফ রিপোর্টার : যশোরে দ্বিতীয় দিনের মতো ইটভাটা উচ্ছেদে অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এদিন পাঁচটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে এবং ছয়টি ইটভাটায় ২২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ ডিসেম্বর) সকাল দশটা থেকে অভিযান শুরু হয় এবং বিকেল পাঁচটা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
পরিবেশ অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক মো. সাঈদ আনোয়ার জানান, পরিবেশ অধিদপ্তর প্রধান কার্যালয়ের এনফোর্সমেন্ট শাখার ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তারের নেতৃত্বে গতকাল রোববার থেকে যশোর জেলায় অবৈধ ইটভাটা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল নয়টি ইটভাটা উচ্ছেদ করা হয়। আজ সকাল দশটা থেকে অভিযান চালিয়ে মণিরামপুর উপজেলায় মেসার্স সোনালী ব্রিকস, মেসার্স শরীফ ব্রিকস, মেসার্স বোল্ড ব্রিকস সম্পূর্ণ উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মেসার্স বন্ড ব্রিকসকে সাত লাখ টাকা জরিমানা, মেসার্স সোহাগ ব্রিকস-১ এবং সোহাগ ব্রিকস-২ কে তিন লাখ করে মোট ছয় লাখ টাকা ও মেসার্স মুন ব্রিকসকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে, বিকেলে বাঘারপাড়া উপজেলার খাজুরায় মেসার্স বিশ্বাস ব্রিকস উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মেসার্স লায়ন ব্রিকস উচ্ছেদ ও চার লাখ, মেসার্স লস্কর ব্রিকসকে দুই লাখ এবং শেখ ব্রিকসকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
তিনি আরো বলেন, এসব ইটভাটার লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই। যে কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here