করোনার মধ্যেও উৎসব আনুষ্টানিকতায় ভরপুর বড় দিন

0
389

স্টাফ রিপোর্টার : যশোরের শার্শায় নেচে-গেয়ে ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত। মিলন মেলায় পরিনত।
লিংক-যশোরের শার্শা উলাশিও নওয়াপাড়ায় ব্যাপক উৎসাহ উদ্দীপনায় নেচে-গেয়ে খ্রিষ্ট ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন পালিত হচ্ছে। অনুষ্টানস্থল মিলন মেলায় রুপ নেয়।
দিবসটি উপলক্ষে ফুল, রঙিন কাগজ মনোরম সাজে ক্রিসমাস ট্রিতে ঝোলানো হয় আলোর মালা । বানানো হয় খ্রিস্টের জন্মের ঘটনার প্রতীক গোশালা।সেই সঙ্গে কাটা হয় বড় দিনের কেক। চলে আলোচনা প্রর্থনা ও গীত।রাত থেকেই উৎসবে মেতে ওঠেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। বড়দিন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।
খ্রিষ্ট ধর্মবলম্বীদের নারী-পুরুষ ও শিশুরা এ অনুষ্ঠানে অংশ নেন। তিনদিন চলবে অনুষ্টান।পরে প্রসাদ বিতরণ, কীর্তন পরিবেশন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। দেশ ও জাতীর মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করেন গির্জার ফাদার।যথাযোগ্য ভাবগাম্ভীর্য ও ধর্মীয় আনুষ্ঠানিকতায় যশোরের শার্শা ও ঝিকরগাছা উপজেলার বিভিন্ন গির্জায় বড়দিন উদযাপন করছেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। শুক্রবার সকালে বিশেষ প্রার্থনা,ধর্মীয় আলোচনাসহ দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শার্শার উলাশী ও ঝিকরগাছা উপজেলার নোয়াপাড়া গ্রামের মহাদূত মাইকেলের গির্জায় আলোচনায় অংশ নেন রেভাঃ ফাদার মারচের্ল এস.এক্স।স্থানীয় খ্রিষ্ট ধর্মবলম্বীদের উলাশীতে ৫৫টি পরিবারের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ এ অনুষ্ঠানে অংশ নেন।বক্তারা যীশুখ্রিষ্টের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন।পরে আগত ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
প্রার্থনা অনুষ্ঠানে আসা (১৮)বলেন, সারা বছর যেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই প্রার্থনা করেছেন ঈশ্বরের কাছে। ঝিকরগাছার জগনন্দকাঠি ও শিমুলিয়া গির্জায়ও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here