যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ২ জন আহত

0
471

স্টাফ রিপোর্টার : যশোরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ২ জন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর – মাগুরা সড়কে ও যশোর চৌগাছা সড়কে এই পৃথক দুর্ঘটনা দুটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে কাভার্ড ভ্যানের চাপায় বাবা নিহত ও ছেলে গুরুতর আহত হয়েছেন। নিহত নয়ন মোল্লা (৫২) যশোর সদর উপজেলার খিতিবদিয়া গ্রামের মৃত হাবিবুর রহমান মোল্লার ছেলে। আহত জাফর মোল্লা (২০) মৃত নয়ন মোল্লার ছেলে। প্রত্যদর্শী ও নিহতের স্বজনরা জানান, শুক্রবার সকালে নয়ন মোল্লা ও জাফর মোল্লা মোটরসাইকেলে খাজুরার একটি ইটভাটায় ইট দেখতে যান। ফেরার পথে যশোর-মাগুরা মহাসড়কের হুদারাজাপুর মোড়ে বিপরীতমুখী একটি কাভার্ডভ্যান তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক নয়ন মোল্লাকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাফরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে চৌগাছায় ভাটার ট্রাকের ধাক্কায় স্বামীর মোটরসাইকেল থেকে সড়কে পড়ে নূর নাহার (২০) নামে এক সন্তানের জননীর মৃত্যু হয়েছে। সে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের হাফিজুর রহমানের স্ত্রী ও ফুলসারা ইউনিয়নের সলুয়া গ্রামের ইমদাদুল ইসলামের মেয়ে। এ সময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান আহত হয়।
পুলিশ ও প্র্যদর্শীরা জানান, শুক্রবার দুপুর ২টার সময় শ্বশুরবাড়ি চাঁদপাড়া গ্রাম থেকে স্বামীর মোটরসাইকেলে চড়ে বাবার বাড়ি সলুয়া গ্রামে যাওয়ার পথে চৌগাছা-যশোর সড়কের কয়ারপাড়া বাজারে পৌঁছালে শহরের তানজিলা অটো ব্রিকসের একটি দ্রæতগতির ট্রাক পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে মোটরসাইকেল থেকে রাস্তায় সিটকে পড়ে ঘটনাস্থলেই নূর নাহারের মৃত হয়। সময় গৃহবধূর কোলে থাকা ৮ মাস বয়সী কন্যা সন্তান ভাগ্যক্রমে বেঁচে আছে। পুলিশ গিয়ে ওই গৃহবধূর লাশটি উদ্ধার করে। চৌগাছা থানার এসআই বিকাশ চন্দ্র সরকার বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here