স্টাফ রিপোর্টার : যশোরের বাঘারপাড়া উপজেলার খালেদুর রহমান টিটো (২৮) হত্যা মামলার আসামি জহুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা বাঘারপাড়া থানার এসআই শেখ আনসার আলী শনিবার এ আবেদন করেন। এরআগে গত বুধবার তাকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তার দাবি, প্রাথমিকভাবে মামলার ঘটনায় তার জড়িত থাকার প্রমান পাওয়া যাচ্ছে। ঘটনার মুল রহস্য উন্মেচনে নুর মোহাম্মদ পাটোয়ারীকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন বলে দাবি করা হয়। উল্লেখ, গত ১০ ডিসেম্বর নির্বাচন সহিংশতায় টিটো নিহতের ঘটনায় নিহত টিটোর ভাই বেতালপাড়া গ্রামের বদর উদ্দীন বাদী হয়ে জহুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দীলু পাটোয়ারী ও তার ভাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ পাটোয়ারীসহ ১৭ জনের নামে বাঘারপাড়া থানায় হত্যা মামলা করেন। এছাড়া মামলায় অজ্ঞাত আরও ২০-৩০ জনকে আসামী করা হয়। এদিন মামলার ছয় নম্বর আসামি বাবুকে গ্রেফতার করে আদালতে পাঠায় পুলিশ। স¤প্রতি মামলার প্রধান আসামি দীলু পাটোয়ারী উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন। অন্য আসামিরা বর্তমানে পলাতক রয়েছেন।