বিষে হত্যাকান্ডের রহস্য উৎঘাটন মুল আসামি আটক; হত্যার কাজে ব্যাবহৃত চাকু উদ্ধার

0
280

মোল্যা সহিদ মোহাম্মাদ: যশোরে আমিনুর রহমান বিষে(৪৫) হত্যাকান্ডের মুল হোতা সাইফুল ইসলাম (২৯)সাগরকে অটক করেছে পলিশ। এসময় হত্যাকান্ডে ব্যাবহৃত বার্মিজ চাকুও উদ্ধার করা হয়। শনিবার দুপুর দেড়টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার সালাউদ্দিন পুলিশ সুপারের কনফারেন্স রুগি সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
এসময় পুলিশ শিকদার সালাউদ্দিন বলেন, আমিনুর রহমান বিষের সাথে আসামি সাাইফুল ইসলাম সাগরের বালির ব্যাবসাকে কেন্দ্র করে টাকা পয়সা লেনদেন নিয়ে বিরোধ ছিল। ঘটনার দিন গত ২১ ডিসেম্বর বেলা ৩টা ২০মিনিটের সময় আরবপুর মোড়ে আসলামের খাবারে হোটেলের মধ্যে সাগর তার লোকজন নিয়ে বিষেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে আসলে বিষের মৃত্যু হয়। এঘটনায় নিহতের ভাই শুভ হাওলাদার বাদি হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা (নং ৬১/২১,১২,২০) দায়ের করেন। মামলাটির এজাহার নামিও আসামি তরিকুল ইসলাম কর্ন(৩০),আশরাফুল ইসলাম আকাশ(২৪)ও তাহসিনুল ইসলাম নাঈম(২৪ কে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার শিকদার সালাউদ্দিন বলেন, বিষে হত্যাকান্ডের মামলার যাদের আসামি করা হয়েছে বাদির তথ্যে ভুল আছে পুলিশ তদন্তে সঠিক হত্যাকারিেেদর বের করেবে। যারা ঘটনার সাথে জড়িত না তারা মামলা থেকে অব্যাহতি পাবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, হত্যাকান্ডের সাথে জড়িত ইন্দোন দাতাদের তথ্য পাওয়া গেছে তারা যতই শক্তিশালি হোক পুলিশ তাদের আইন আমলে আনবে।
এসময় কোতয়ালী থানার ওসি মোঃ মনিরুজ্জামান, ইন্সেপেক্টর লজেষ্টিক সুমন ভক্ত, সদর পুলিশ ফাড়ির আইস ইন্সেপেক্টর তুশার কুমার মন্ডল উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here