মহেশপুর প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে ১৪৪ ধারা ভঙ্গ করে রফিকুল ইসলাম গং বিরুদ্ধে গাছ কেটে জমি দখলের অভিযোগ উঠেছে।
জানাগেছে উপজেলার ৬৭নং পুড়াপাড় মৌজার ১২০ ও ১২৪নং দাগের ৩বিঘা জমিরে মধ্যে ১০ শতক জমি নিয়ে পুড়াপাড়া গ্রামের মৃত মনির উদ্দীন বিশ^াসের পুত্র রুহুল আমিন গং এবং করিঞ্চা গ্রামের আঃ জব্বারের পুত্র রফিকুল ইসলাম গং এর মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। উক্ত জমির উপর ১৪৪ ধারা জারি করে আদালত।
রুহুল আমিন বলেন ১৪৪ ধারা ভঙ্গ করে গত ২৫ শে ডিসেম্বর সকালে রফিকুল ইসলাম গং উক্ত জমিতে থাকা আমার কিছু পেয়ারা ও মাল্টা গাছ কেটে জমি দখল নেওয়ার চেষ্টা করে। এসময় বাধা দিতে গেলে তারা আমার সাথে মারমুখি আচরন করে।