শ্যামনগর ব্যুরো ; শ্যামনগরে ককটেল সহ পিতা-পুত্রকে আটক করেছে র্যাব-৬ এর আভিযানিক দল। গতকাল শনিবার গভীর রাতে পদ্মপুকুর ইউনিয়নের গলাচিপা গেট সংলগ্ন জুয়েলের মাছের ডিপো হতে ডিএডি রাকিবুজ্জামানের নেতৃত্বে র্যাব সদস্যরা তাদের আটক করে।
আটককৃত দুই সন্ত্রাসী হলো শ্যামনগর উপজেলা পদ্মপুকুর ইউনিয়নে চন্ডিপুর গ্রামে (মধ্যপাড়া) রফিকুল ইসলাম ও তার ছেলে মোঃ বায়েজিদ বোস্তমী।
ডিএডি রাকিবুজ্জামান জানান, গোপন সংবাদ পেয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে ৬ টি তাজা ককটেল সহ পিতা-পুত্রকে হাতে নাতে আটক করা হয়। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সন্ত্রাসীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় শ্যামনগর থানায় মামলা হয়েছে।
শ্যামনগর থানার ওসি নাজমুল হুদা সত্যতা স্বীকার করে বলেন, আটক সন্ত্রাসীদের আদালতে প্রেরন করা হয়েছে।














