স্টাফ রিপোর্টার : গতকাল শনিবার যশোরে অসহায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশু ও শীতার্ত মানুষের মাঝে নতুন শীতবস্ত্র ও কম্বল বিতরণ করা হয়েছে। স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে শনিবার বেলা ১১ ঘটিকায় যশোর সদরের ইছালী ইউনিয়নের অসহায়, বিশেষ চাহিদাসম্পন্ন ও শীতার্ত গরীব মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর ‘ক’ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম রব্বানী শেখ (পিপিএম)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সামাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রয়োজন বিশেষ যতœ। এক্ষেত্রে আমাদের অভিভাবকদের উচিত তাদেরকে বিশেষভাবে যতœ নেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী এবং উনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল এই বিশেষ শিশুদের কল্যাণে কাজ করছেন।” এসময়ে তিনি সাধ্যমত প্রতিবন্ধী শিশুদের সবরকম সহযোগিতার আশ্বাস দেন এবং সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান করেন।
প্রধান অতিথি শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পর্কে আরো বলেন, “প্রতিবারে মতো এবারো শীত পোশাক বিতরণের এই মহতী উদ্যোগ গ্রহণ করার জন্য স্বপ্নদেখোকে ধন্যবাদ। ক্ষুদ্র ক্ষুদ্র সংগঠনের মাধ্যমে আমাদের উচিত দেশ ও দশের উন্নয়নে এগিয়ে আসা এবং মাদকম সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।”
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আফরোজা খাতুন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শিল্পকলা একাডেমির অভিনয় ও আবৃত্তি বিভাগের প্রশিক্ষক কামরুল হাসান রিপন, ইছালী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার ইনসার আলী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা মেম্বার শওর বানু, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আফজাল হোসেন (হাশিমপুর)। এছাড়াও উপস্থিত ছিলেন ৬ নং ওয়ার্ড হাশিমপুর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক ছাত্রলীগের ওয়ার্ড সভাপতি আনিচুর রহমান মারুফ, নাজমূল হোসেন রাজু, কবীর হোসেন, আস্থা সবার জন্য সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মেহেদি হাসান শিহাব, প্রিন্স প্রমূখ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সম্পর্কে স্বপ্নদেখো সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জহির ইকবাল বলেন, “প্রতিবছর আমরা আমাদের সাধ্যমত অসহায়, প্রতিবন্ধী ও শীতার্ত মানুষের মাঝে শীতের পোশাক বিতরণ করে থাকি। আমাদের এই কর্মসূচি আগামী দিনগুলোতেও অব্যহত থাকবে। আমরা বাংলাদেশের সকল তরুণদের প্রতি আহ্বান জানাবো আপনারাও মানুষের জন্য কিছু করার স্বপ্ন দেখুন এবং তা বাস্তবায়ন করুন।”
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বপ্নদেখোর সিনিয়র সদস্য শ্রাবণী আক্তার।















