যশোর ডেস্ক: জাহাঙ্গীরনগর অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বৃহত্তর যশোর জেলা শাখার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে যশোর পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স কক্ষে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মাহিদ উদ্দিন প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনায় সভায় যশোর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ ড. আহসান হাবিবের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন। এ আলোচনা আরও বক্তব্য রাখেন নাভারণ কলেজের অধ্যাপক বেলায়েত হোসেন, যশোর জেলা মৎস্যজীবী লীগের সভাপতি আবু তোহা, পল্লী বিদ্যুতের জিএম আবু বকর শিবলি, সরকারি সিটি কলেজের অধ্যাপক বিকাশ চন্দ্র, যশোর জেলা মৎসজীবী লীগে সাধারণ সম্পাদক সেলিম রেজা বাদশা, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কার্যনির্বাহী সদস্য নিশাত বিজয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি আলী মুর্তজা রিফাতসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ও জাবি সিনেট সদস্য ড. খন্দকার মাহিদ উদ্দিন বলেন, জাবি ইজম কিংবা অন্য কোনরকম ইজমের চেয়ে গুরুত্বপূর্ণ হল মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো। মানুষের পাশে দাঁড়ানোর চেয়ে বড় কিছু নেই। পদবী সাময়িক, সেজন্য পদবীর ভারে ভারাক্রান্ত না হয়ে মানুষের পাশে দাঁড়াতে হবে।
বিশেষ অতিথি যশোর জেলা পুলিশ সুপার আশরাফ হোসেন বলেন, জাহাঙ্গীরনগরের সাবেক ও বর্তমান ছাত্রদের ঐক্য দেখে আমি অভিভূত। তাঁরা একে অপরের পাশে দাঁড়ানোর সংস্কৃতিকে অ্যাপ্রিশিয়েট করি।