তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠির হতদরিদ্র ২৪জন নারী এবং ১জন পুরুষকে দারিদ্রতা দূরিকরনে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) সকালে তালাস্থ উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার কার্যলয়ে এক অনুষ্ঠানে তালা উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাজমুন নাহার প্রধান অতিথি হিসেবে উপকারভোগী ২৫জন ব্যক্তির মাঝে ২লক্ষ ৫০ হাজার টাকা প্রদান উদ্বোধন করেন।
পিছিয়ে পড়া জনগোষ্ঠির দরিদ্র ব্যক্তিদের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড পরিচালনার লক্ষ্যে অর্থ প্রদান অনুষ্ঠান উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা নাগরিক উদ্যোগ’র সহযোগীতায় এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার বাস্তবায়নে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নাগরীক উদ্যোগ’র প্রতিনিধি বকুল হোসেন, বিডিইএরএস’র সাতক্ষীরা জেলা সভাপতি দিলিপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার হেড অব অ্যাকাউন্ট বাহারুল ইসলাম, প্রকল্প কর্মকর্তা জুয়েল সরকার, অলোক দাস, মধুসূদন দাস ও অশোক কুমার দাস সহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগী প্রত্যোকের আয়বৃদ্ধিমূলক কর্মকান্ডের জন্য ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।