পাটকেলঘাটা ০৩ নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস আতিয়ার রহমান নৌকার মাঝি হতে চাই

0
278

এস এম মজনু, পাটকেলঘাটা ( সাতক্ষীরা ) থেকেঃ
আগামী ইউপি নির্বাচনকে সামনে রেখে পাটকেলঘাটা ০৩ নং সরুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বিশ্বাস আতিয়ার রহমান গণসংযোগ করে চলেছেন। তিনি এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করে চলেছেন।
বিশ্বাস আতিয়ার রহমান পাটকেলঘাটা সদর আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন দীর্ঘদিন ধরে। নির্বাচনের শীর্ষে রয়েছেন বলে এলাকাবাসী জানিয়েছেন। আতিয়ার রহমানের পাল্লা খুবই ভারী। সরুলিয়া ইউনিয়নের আপামোর জনসাধারণের এক নামে সবার প্রিয় নেতা আতিয়ার ভাই। এই মুহুর্তে ভোটারদের দাবী আমরা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিয়ার ভাইকে ছাড়া চিনি না। এত জনপ্রিয় হওয়ার পেছনে এই প্রিয় নেতার অনেক অবদান রয়েছে। আপদ বিপদের সময় বিশ্বাস আতিয়ার সব সময় ইউনিয়ন বাসীর পাশে থাকেন। রাজনৈতিক জীবনে নির্যাাতন অত্যাচার সহ্য করেও তিনি আওয়ামীলীগের হাল ছাড়েননি। তিনি এই প্রতিনিধির সাথে বলেন আমার জন্ম আওয়ামীলীগের রাজনীতির মধ্য দিয়ে । আর যতদিন বেঁচে থাকব আওয়ামীলীগ করে যাবো কেউ আমাকে ঠেকাতে পারবে না। প্রিয় এই নেতা আরও বলেন ঝড়বৃষ্টি মাথায় নিয়ে আমি আছি , আগামীতেও থাকবো। আমি জনগনের ভালোবাসা নিয়ে নির্বাচনে এসেছি। জনগন আমাকে নৌকার মাঝি করে নিয়ে আসবে ইনশা’আল্লাহ্।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here