যশোর ডেস্ক :কমিউনিটি পুলিশিং ফোরাম বেজপাড়া কবরস্থান রোড কমিটির উপদেষ্টা সাবেক সেনা সদস্য মো. বদরুজ্জামান গত রোববার রাত সাড়ে ১১টার দিকে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাহীর রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী দুই ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন।
বদরুজ্জামানের ছোট ছেলে ফ্রেন্ডস ক্লাব যশোরের সদস্য শহিদুজ্জামান লিটু জানিয়েছেন, তার পিতা দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন। রোববার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার লাশ সোমবার বাদ জোহর মণিরামপুর উপজেলার লাউড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আগামী বুধবার বাদ আছর যশোর শহরের বেজপাড়া তালতলার মোড় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
মোহাম্মদ বদরুজ্জামানের মৃত্যু গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, কমিউনিটি পুলিশিং ফোরাম বেজপাড়া কবরস্থান রোড কমিটির সভাপতি আফজালুল করিম রানু, ফ্রেন্ডস ক্লাব যশোরের সভাপতি মাহমুদ এলাহী মানু, উভয় সংগঠনের সাধারণ সম্পাদক কাজী আশরাফুল আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।#