মুজিব শতবর্ষে ডুমুরিয়া উপজেলায় ১৪০ আশ্রয় হীন পরিবার পাচ্ছে আশ্রয়

0
352

স্টাফ রিপোর্টার,ডুমুরিয়া,খুলনাঃ কিছু আশা,কিছু কথা এই তো আমার সুখ,আশ্রয়ের আশা নিয়ে বেঁধিছি বুক ।আশ্রয়নের অধিকার ,শেখ হাসিনার উপহার ।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রæত প্রতিটি গৃহহীন মানুষকে স্থায়ী ঠিকানা তৈরি করে দেওয়ার সিন্ধান্ত নিয়েছে সরকার । বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ পালন উপলক্ষে সরকারের একটি বড় কর্মসূচির অংশ হিসাবে ডুমুরিয়া উপজেলার ১৪০ গৃহহীন পরিবারকে আধাপাকা টিনশেড ঘর নির্মান করে দেওয়ার উদ্যোগ গ্রহন করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রালয় ।উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেন বলেন প্রথম পর্যায়ে ক শ্রেণী ভুক্ত ১৪০ ভুমি ও গৃহহীন পরিবার পাবে এ গৃহ। উপজেলার ৫ নং আটলিয়া,৯নং সাহস ও ১২ নং রংপুর ইউনিয়নে ০১ নং খাস খতিয়ান ভুক্ত সম্পত্তিতে গৃহ নির্মান কাজ চলমান । ভুমিহীন পরিবারকে ২ শতাংশ জায়গার উপর দুটি শোবার ঘর,একটি বারান্দা,একটি রান্না ঘর ও একটি বাথরুম সংবলিত ঘর করে দেওয়া হবে ।উপরে রঙ্গিন টিন এবং নিচে পাকা ওয়াল সহ প্রত্যেকটি ঘরের জন্য সরকার বরাদ্দ রেখেছে একলাখ ৭১হাজার টাকা ।নির্ধারিত মধ্য এ প্রকল্প সমাপ্ত হবে বলেন কর্মকতা আশা করেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here