যশোরে বেনাপোলে যুবককে শ্বাসরোধ করে হত্যা

0
275

স্টাফ রিপোর্টার: যশোরের বেনাপোলের দূর্গাপুর গ্রামের আলঅমিন নয়ন(২৫) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যারপর বাড়ির সামনে ফেলে রেখে গেছে দুর্রৃত্তরা।ঘটনাটি ঘটেছে (২৭ ডিসেম্বর)রোববার গভীর রাতে।আল আমিন হোসেন নয়নদূর্গাপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
পারিবারিক সুত্রে জানাগেছে আল আমিন বেনাপোল রন্দরের ৩৭নং শেডে পিয়নের কাজ করতো।গতকাল রোববার রাতে বাড়ির সবাইরাতের খাবার খেয়ে শুয়ে পড়ি।আল আমিনও তার ঘরে শুয়ে পড়ে।পরে তাকে কে বা কারা গভীর রাতে ডেকে নিয়ে হত্যা করেছে।কারা তাকে হত্যা করেছে আমরা জানিনা।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান জানান,সকালে জানতে পারি বেনাপোল দূর্গাপুর গ্রামে এক যুবককে হত্যা করা হয়েছে। আমরা ঘটনাস্খলে গিয়ে নিহত আল আমিনের লাশ উদ্ধার করেছি।প্রাথমিক অবস্থায় ধারনা করা হচ্ছেএ যুবককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।ঘটনার সাথে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।লাশের ময়না তদন্তের জন্য যশোর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে।ঘটনার সাথে জড়িতদেও আটকের জন্য অভিযান চলছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here