যশোরে জালিয়াতি মামলায় সঙ্গীত শিল্পী কারাগারে

0
273

যশোর ডেস্ক : যশোর মণিরামপুরের জালিয়াতির মামলায় বেতার ও বিটিভির নিয়মিত সঙ্গীত শিল্পী নিশিকান্ত বৈরাগীকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক মঞ্জরুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। নিশিকান্ত বৈরাগী অভয়নগরের রামসারা গ্রামের মুকুন্দ বৈরাগীর ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, মণিরামপুরের পাঁচবাড়িয়া গ্রামের দুলাল চন্দ্র বৈরাগীর ২০১৯ সালের ৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন। এর আগে তিনি গুরুতর অসুস্থ হয়ে এক সপ্তাহ শয্যাসায়ী ছিলেন। দুলাল চন্দ্র মারা যাওয়ার পর তার মেয়ে বিথীকা বৈরাগী ও জামাই নিশিকান্ড বৈরাগী বিকাল ৫ টার দিকে বাড়িতে আসে। এরপর বেশ কয়েকদিন ধরে ছেলে কৃপাচার্য বৈরাগী তার মাকে বিচলিত ও বোন বিথীকার সাথে ফোনে কথা বলতে দেখতো। ২২ সেপ্টেম্বর কৃপাচার্যকে তার মা জানায়, জামাই নিশিকান্ত বৈরাগী জালিয়াতি করে তাদের অনুপস্থিতিতে গ্রহিতা ও দাতা দেখিয়ে ৪ সেপ্টেম্বর ২ একর ৭৪ শতক জমি লিখে নিয়েছে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে কৃপাচন্দ্র বৈরাগী বাদী হয়ে চলতি বছরের ২০ জুলাই জালিয়াতির অভিযোগে বোন ও বোন জামাইকে আসামি করে আদালতে মামলা করেন। এ মামলার তদন্তকরে পিবিআই ঘটনার সত্যতা পাওয়ায় ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার আসামি নিশিকান্ত বৈরাগী আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। বিচাক শুনানি শেষে আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here