স্টাফ রিপোর্টার, “যশোরে ক্ষুদ্র মোটরগাড়ি শিল্পের উন্নয়ন” শীর্যক ভ্যালু চেইন উন্নয়ন প্রকল্পের আওতায় পিকেএসএফ’র আর্থিক সহযোগিতায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে আরআরএফ-এর উদ্যোগে যশোর প্রেসকাবে সাংবাদিকদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আরআরএফ-এর নির্বাহী পরিচালক ফিলিপ বিশ^াসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রেসকাব যশোরের সহ-সভাপতি নুর ইসলাম, দৈনিক গ্রামের কাগজের সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাইফুর রহমান সাইফ, অটো শিল্প ওয়ার্কসশপ মালিক সমিতির সাধারণ সম্পাদক শাহীন কবিরসহ সাংবাদিকবৃন্দ।
বৈঠকে আলোচকগণ অটোমোবাইল শিল্পে কর্মরত শ্রমিকদের দতা বৃদ্ধি ও আধুনিক যান্ত্রপাতি ব্যবহারে প্রশিণের পাশাপাশি যশোরের সম্ভাবনাময় এই শিল্পের জন্য নির্দিষ্ট শিল্পাঞ্চলের প্রয়োজনীয়তা উল্লেখ করেন। এবং তা দ্রুত বাস্তবায়নে সরকারের প্রতি দাবি জানান।















