যুবলীগের প্রেসিডিয়াম সদস্য রফিকুল ইসলামকে তালায় বিশাল সংবর্ধনা প্রদান

0
366

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি :তালার কৃত্বি সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ’র প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলামকে তালায় বিশাল সংবর্ধনা প্রদান করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী যুবলীগ তালা উপজেলা শাখার আয়োজনে সোমবার (২৮ ডিসেম্বর) বিকালে উপজেলা পরিষদ চত্ত¡রে সহ¯্রাধিক দলীয় নেতা-কর্মীদের উপস্থিতিতে তাকে সংবর্ধনা প্রদান করা হয়।
তালা উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সরদার জাকির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম সংবর্ধিত প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, তালা উপজেলা পরিষদ’র ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাবেক উপ-প্রচার সম্পাদক প্রভাষক প্রণব ঘোষ বাবলু, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন জোয়ার্দ্দার, আওয়ামীলীগ নেতা খোরশেদ আলম, শাহাবুদ্দিন বিশ^াস, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, যুবলীগ নেতা আলমগীর হোসেন, আতাউর রহমান প্রমুখ। সংবর্ধণা প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবলীগের নেতা-কর্শীরা সহ আওয়ামীলীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এরআগে সংবর্ধিত অতিথিকে খুলনার আঠারোমাইল থেকে উপজেলা যুবলীগের উদ্যোগে বরন করে নেয়া হয়। পরে বিশাল মটরসাইকেল শোভাযাত্রা সহকারে রফিকুল ইসলামকে তালায় নিয়ে আসা হয়।
উল্লেখ্য, আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. রফিকুল ইসলাম তালা উপজেলার জাতপুর গ্রামের কৃত্বি সন্তান। তিনি এরআগে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি তালা উপজেলা যুবলীগের সফল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন এবং তালা রিপোর্টার্স কাবের প্রতিষ্ঠাকালিন সভাপতি ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here