অশিল্পীদের প্রভাব বেড়েছে-বাদশা বুলবুল

0
358

বিনোদন ডেস্ক : চলতি বছর করোনায় সব কিছুতে ধস নেমেছে। আমাদের সঙ্গীতাঙ্গনও বাদ পড়েনি। তবে এই বছর অশিল্পীদের প্রভাব বেড়েছে। বছরের শেষ সময়েও এই শিল্পীদের বিস্তার ঘটছে। তাদের কারণে প্রকৃতশিল্পীরা অনেক ক্ষেত্রেই পিছিয়ে আছে। মানবজমিনের কাছে এভাবে কথাগুলো জানালেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী বাদশা বুলবুল। তিনি আরো বলেন, আমাদের সারাজীবনের পরিশ্রম ছিলো গান নিয়ে। এখনো গান নিয়েই পড়ে আছি।
অথচ আজকাল এমন অনেক শিল্পীকে দেখা যায় যারা ভালো ভাবে সুরেও গায়তে পারে না। কিন্তু তাদের নিয়ে ঠিকই মাতামাতি হচ্ছে। প্রকৃতশিল্পীদের অবমূল্যায়ন করা হচ্ছে। আসছে নতুন বছরে এই সঙ্গীতশিল্পী বেশ কিছু নতুন গান প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন জানান। গানগুলোর ভিডিও নির্মাণ করছেন তিনি। এদিকে বাদশা বুলবুল অন্যরকম একটি পরিকল্পনা হাতে নিয়েছেন জানান। সেটি কী? উত্তরে তিনি বলেন, অনলাইনে গান শেখাবো। যারা গানকে মনে প্রানে ভালোবাসে। গানের প্রতি যাদের একত্মতা আছে তাদের আমি শেখাতে চায়। মাসে অনন্ত দুই দিন অনলাইনে আমি তাদের সঙ্গে গান নিয়ে বসবো। তবে যারা শখের বসে গান করতে চায় তাদের আমি সময় দিবো না।নতুন প্রজন্মের অনেক শিল্পী গান কাভার করছে। প্রয়াত শিল্পীদের গান প্রকাশ করছে। এটিকে কিভাবে দেখছেন? এ প্রসঙ্গে ‘সেই কৃষ্ণচূড়া’খ্যাত এই শিল্পী বলেন, গান কাভার করা দোষের কিছু নয়। কিন্তু একজন শিল্পীর গান বিকৃতিভাবে উপস্থাপন করা অপরাধের মধ্যেই পড়ে, মনে করি। আপনি যদি নতুন কিছু দিতে চান সেটি আপনার গানের মধ্যেই দিন। শ্রোতাদের মনে গেঁথে থাকা একটি গানকে নতুনভাবে উপস্থাপনের কিছু নেই। আজকাল অনেক শিল্পী কাভার করার নামে অনেক জনপ্রিয় গান অন্যভাবে গায়ছে। এই শিল্পী তার ব্যস্ততা নিয়েও কথা বলেন। নতুন বছরের প্রথম দিন একটি টিভি চ্যানেলের লাইভে অংশগ্রহন করবেন তিনি। এছাড়া তার ইউটিউিব চ্যানেলে নিজের জনপ্রিয় গানগুলোকে নতুনভাবে প্রকাশ করছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here