কন্যার মা হলেন অপি করিম

0
510

বিনোদন ডেস্ক : কন্যাসন্তানের মা হলেন জনপ্রিয় অভিনয়শিল্পী অপি করিম। আজ সকালে ঢাকার একটি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন তিনি। খবরটি নিশ্চিত করেছেন অপির মা শাহান আরা করিম।

তিনি জানান, গতকাল রোববার বিকেলে অপি করিমকে হাসপাতালে ভর্তি করানো হয়। আজ সকালে অস্ত্রোপচারের মাধ্যমে পৃথিবীর আলো দেখে অপির কন্যাসন্তান। সবার কাছে মেয়ে ও নাতনির জন্য দোয়া চেয়েছেন তিনি। স্থপতি ও পরিচালক এনামুল করিম নির্ঝর এবং অভিনেত্রী অপি করিম চার বছর আগে পারিবারিকভাবে বিয়ে করেন। উল্লেখ্য, অপি করিম ও এনামুল করিম নির্ঝর দুজনই জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। ২০০৪ সালে ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয়ের জন্য অপি আর নির্ঝর পরিচালিত ‘আহা’ ছবি শ্রেষ্ঠ পরিচালকসহ চারটি বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করে।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here