জসিম উদ্দিন : “এসো দুর করি শীতার্ত মানুষের কষ্টের কালো রাত, তাদের হাতে রাখি সহানুভূতির আপন হাত” এই প্রতিপাদ্যে যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালীতে অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার বিকাল ৪টার সময় গদখালী টাওরা আজিজুর রহমান মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে যশোর এসোসিয়েশন ইন সাউথ কোরিয়া-এর আয়োজনে ও সাবেক ইউপি সদস্য ফয়েজ আহমেদ এর সার্বিক সহযোগিতায় অসহায় শীতার্ত মানুষের মাঝে এই কম্বল বিতরণ করা হয়। উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন দেশসেরা উদ্ভাবক মিজানুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক আঃ মুজিদ, খোরশেদ আলম, আশরাফুজ্জামান ডলার, মাসুদ রানা, সাংবাদিক জসিম উদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।