চৌগাছায় মোটরসাইকেল দুর্ঘটনায় ২ জন হতাহত

0
251

চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ চৌগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাপস কুমার দাস (৩৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আহত হয়েছেন মানিক কুমার দাস (৩২) নামের অপর এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার পাতিবিলা ইউনিয়নের তেঘরী মাঠের মধ্যে এই দূর্ঘটনা ঘটে। নিহতের স্বজন ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার পাতিবিলা ইউনিয়নের বিশ^নাথপুর ঋষি পাড়ায় একটি ধর্মীয় উৎসবের আয়োজন করা হয়। সেখানে দাওয়াত খেতে যান যশোর ধর্মতলার মাধব কুমার দাসের জামাতা তাপস কুমার দাস। দাওয়াত খাওয়া শেষে চৌগাছা পৌরসভার ১ নং ওয়ার্ডের ঋষি পল্লীর নিরাঞ্জন কুমার দাসের ছেলে মানিক কুমার দাসের সাথে একটি পালসার মোটরসাইকেল যোগে তারা চৌগাছা উপজেলা সদরের উদ্যোশে রওনা দেয়। পথিমধ্যে তেঘরী প্রাইমারী স্কুল সংলগ্ন স্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মোটরসাকেল একটি খেজুর গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই মারা যায় তাপস কুমার দাস। আর মারাত্মক আহত হয় অপর আরোহী মানিক কুমার দাস। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে দ্রুত চৌগাছা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাপসকে মৃত ঘোষনা করেন আর আহত মানিক কুমারকে দ্রুত যশোরে রেফার করেন। তাপস কুমার দাসের শ^শুর মাধব কুমার দাস বলেন, জামাই তাপস কুমার দাসের নিজ বাড়ি নড়াইল জেলার সদর উপজেলার আগদিয়ারচর গ্রামে। তার বাবার নাম শ্রী রঞ্জন কুমার দাস। বিয়ের পর সে যশোর ধর্মতলায় আমার বাড়িতে থাকে এবং রাজমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করত। একটি দাওয়াতে পরিবারের সকলেই চৌগাছার বিশ^নাথপুর গ্রামে এসেছিলাম। হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত মেডিকেল অফিসার ডাঃ নিশাত তারান্নুম তনু বলেন, দূর্ঘটনায় তাপস কুমার দাস হাসপাতালে আসার আগেই মারা যায়, আর মানিক কুমার দাসের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে দ্রুত যশোরে রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here