নড়াইলে মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে পাঁচ’শ মুরগীর মুত্যু

0
319

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় একটি মুরগীর খামারে ভয়াবহ অগ্নিকান্ডে সাড়ে ৫ শতাধিক মুরগীর মৃত্যুসহ খামার ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার রাতে উপজেলার কলাবাড়িয়া গ্রামের কামাল হোসেন তালুকদারে পোল্টি মুরগীর খামারে ভয়াবহ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খামার মলিক জানান, বুধবার রাত ৩টার দিকে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত ঘটে। মুরগীর খামারের পাশের লোকজনের শোর চিৎকার শুনে খামারের অদুরে বসবাসকারি ওই মালিক খামরে ছুটে যান। ততোণে খামারের ৫৫০টি মুরগীসহ একটি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here