যশোর কেন্দ্রীয় কারাগারে কয়েদির মৃত্যু

0
291

স্টাফ রিপোর্টার : যশোর কেন্দ্রীয় কারাগারে থাকা মোশারফ হোসেন (৬০) নামে এক বন্দির (কয়েদি নম্বর-৩৫১৬/এ) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে তার মৃত্যু হয়। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশিদ তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
যশোর কেন্দ্রীয় কারাগারের জেলর তুহিন কান্তি খান বলেন, মোশারফ হোসেন খুলনা জেলার ফুলতলা থানার ঢাকুরিয়া গ্রামের আব্দুল মোল্যার ছেলে। তিনি ফুলতলা থানার একটি হত্যা মামলায় (জিআর/৮৯) আসামি। ২০০৭ সালের এপ্রিল মাসের ২৯ তারিখে খুলনা আদালতের জেলা বিজ্ঞ দায়রা জজ তাকে ৩০ বছর সশ্রম কারাদন্ড দেন। একই সাথে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছর সশ্রম কারাদনড এবং অন্য একটি ধারায় আরও ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ১বছর সশ্রম কারা দন্ডাদেশ দেন। তিনি বলেন, মোশারফ হোসেন খুলনা কারাগারে ছিলেন। চলতি বছরের মার্চ মাসের ৮ তারিখে যশোর কেন্দ্রীয় কারাগারে আসেন। জ্বর, সর্দি, কাশিজনিত রোগে অসুস্থ হলে আজ ভোর সোয়া ৪টার দিকে কেন্দ্রীয় কারাগার থেকে যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার এম আব্দুর রশীদ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। জ্বর, সর্দি, কাশি ও শাসকষ্টের কারণে তার মৃত্যু হতে পারে। ময়না তদন্তের রিপোর্ট আসার পরে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। যশোর কোতোয়ালী থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, হাসপাতালে বন্দি থাকা একজন কয়েদির মৃত্যু হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পুলিশ সুরতহাল রিপোর্ট প্রস্তুত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here