মহেশপুরে দত্তনগর কৃষি ফার্মের গরুশেটের চিত্র প্রচন্ড শীতে গরু আছে খোলামেলা কাদাচ্ছন্ন ঘরে

0
290
All-focus

মহেশপুর প্রতিনিধি ঃ ঝিনাইদহরে মহেশপুরে দত্তনগর মথুরা কৃষি ফার্মের গরু পালনের শেট গুলি খোলামেলা ও গরু বসবাসের অনুউপযোগী হয়ে পড়েছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে গরু গুলি একেবারেই জির্নশির্ন প্রচন্ড ধান্ডায় কাপছে। মেঝে প্রচন্ড কাদাচ্ছন্ন হওয়ার কারনে গরু গুলি দাড়িয়েই রাত কাটায়। খেতে দেওয়া হয় শুধু আস্ত শুকনা বিচালী। কাগজে কলমে খাওয়ানো হয় খল ও ভুষি। বাস্তবে তার কোন ছিটে ফোটা নেই। এবিষয়ে ফার্মের উপ-পরিচালক মুজিবুর রহমানের সাথে কথা বললে তিনি বলেন গরু পালনে সরকারী ভাবে কোন বরাদ্দ নেয়। কর্তৃপক্ষকে গোয়াল ঘর গুলি ঠিক করার জন্য জানিয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here