নতুন অতিথির জন্য ‘ড্রিম হোম’ সাজাচ্ছেন কারিনা

0
1016

বিনোদন ডেস্ক : নতুন অতিথি আসছে বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের জীবনে। তার জন্য ‘স্বপ্নের বাড়ি’ও সাজাতে ব্যস্ত এই অভিনেত্রী। মুম্বাইতে নিজের নতুন বাড়ির ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন কারিনা। আপাতত বাড়ি রিডিজাইনের কাজ চলছে। ছবিতে দেখা যাচ্ছে, কারিনা একটি মিডি ড্রেস পরে একজন মহিলার সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন। বাড়িটির খুব বেশি অংশ দেখা না গেলেও, কারিনার পিছনে একটি কাচের দরজা এবং বইয়ের তাক চোখে পড়ছে। গত বছর থেকেই নতুন বাড়ির কাজ নিয়ে ব্যস্ত কারিনা ও সাইফ। জুলাই মাসে সাইফ জানিয়েছিলেন, আমাদের নতুন বাড়ি সাজানোর কাজ চলছে।
দমবন্ধ লাগছে বলে নয়, কাজ কেমন চলছে দেখার জন্য আমাকে ছোটাছুটি করতে হচ্ছে। গোটা লকডাউন পরিবারের সঙ্গে কাটিয়েছেন সাইফ এবং কারিনা। শুধু পাশে ছিলেন না শর্মিলা ঠাকুর। দিল্লিতে তিনি নিজের বাড়ি নতুন করে সাজাচ্ছিলেন। সেই সময় লকডাউন ঘোষণা হওয়ায় সেখানে আটকে পড়েন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here